আজ ত্রিপুরায় চলছে পুরভোট। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট শুরু হওয়ার আগে থেকেই অশান্তির খবর সামনে আসতে শুরু করে। যদিও বিজেপির দাবি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কিন্তু ছবিটা দেখা যাচ্ছে অন্যরকম। সুপ্রিম কোর্ট প্রতিটি বুথে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেয়।
বিলোনিয়ায় অবাধে ছাপ্পা ও বুথ দখলের অভিযোগ তুলেছে সিপিএম। ফেসবুকে সেই ভিডিও পোস্টও করেছে সিপিএম। অন্যদিকে, আগরতলা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস আক্রান্ত হয়েছেন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তিনি। তপন বিশ্বাসের চোখে আঘাত লাগে। তাঁর অভিযোগ, ঘুসি মেরে তার চোখে আঘাত করা হয়। বেল্ট দিয়েও মারধর করা হয়৷ এবিষয়ে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।
পাশাপাশি অভিযোগ, আগরতলা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল প্রার্থী সংহিতা ব্যানার্জি জানান, তাঁর পোলিং এজেন্টকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। তাঁকে এবং তাঁর স্বামীকে মারধরের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি। তবে আক্রান্ত প্রার্থীদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। নাম না করে বিপ্লব দেবকে কটাক্ষ করলেন তিনি। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।