ব্রেকিং নিউজ রাজ্য

সিইএসসি–কে আদালতে টানা হল

জুলাই মাসে মারাত্মক বিদ্যুৎ বিলে নাজেহাল হতে হয়েছে রাজ্যের মানুষজনকে। এই পরিস্থিতিতে আন্দোলনে নামে রাজনৈতিক দলগুলি। ব্যতিক্রম শাসকদল তৃণমূল। এবার সিইএসসি’‌র বাড়তি বিল নিয়ে নাগরিক হইচই গড়াল আদালত পর্যন্ত। হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার শুনানি শুরু হলে দেখা যায় সিইএসসি’‌র বদলে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই নামে কোনও সংস্থাকে মামলায় যুক্ত করা হয়েছে। আদালত সেই ভুল শুধরে নিতে নির্দেশ দেয় মামলাকারীকে।
জানা গিয়েছে, সিইএসসি’‌র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে বঙ্গবিভূষণ পুরষ্কার পান। আর তিনিই রাজ্যের বিদ্যুৎমন্ত্রীকে ১২ হাজার টাকার বিদ্যুৎ বিল পাঠিয়েছে। তবে মুখে রা নেই। অভিযোগ, লকডাউনে বাড়িতে লোক পাঠিয়ে মিটার রিডিং নিতে না পারায় গড়ে বিল পাঠানোর জন্য ৬ মে বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমতি নেয় ওই সংস্থা। অথচ তার দু’‌মাস আগেও গড়ে এবং বেশি বিল পাঠানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, আমফানের পর শহরের বহু গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। অথচ সেই মাসেই কি করে এত বেশি বিল আসে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মামলায়। শুধু সিইএসসি নয়, হাইকোর্টে জনস্বার্থ মামলায় যুক্ত করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকেও। লকডাউনের মধ্যে গ্রাহকদের কিছু ছাড় দিতে কেন্দ্র ৯০ হাজার কোটি টাকা দিয়েছিল দেশের বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে। অভিযোগ, এই রাজ্যে কোনও বণ্টন সংস্থাই গ্রাহকদের সেই ছাড় দেয়নি। বরং কেন্দ্রের টাকা নিয়েছে।