জেলা ব্রেকিং নিউজ

বীরভূমে সিবিআইয়ের টিম কেন?‌

ভোররাতে বিশাল কেন্দ্রীয়বাহিনী নিয়ে বীরভূমের মল্লারপুর থানার কোর্ট গ্রামে পৌঁছল সিবিআইয়ের প্রতিনিধি দল। জাকির হোসেন নামে বিজেপির এক কর্মী খুনের ঘটনার তদন্ত করতে আজ বীরভূমের কোর্ট গ্রামে আসে সিবিআই। খুনে অভিযুক্ত ১৩ জনের বাড়িতে আলাদা আলাদাভাবে পৌঁছায় সিবিআইয়ের আধিকারিকেরা।

সিবিআই বাড়িতে পৌঁছতেই ফজিয়া কাজি নামে এক অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে যায়। তার স্ত্রী ও ছেলেকে দীর্ঘক্ষণ জেরা করার পরে অভিযুক্তের ছেলে আলমগীর কাজিকে আটক করে নিয়ে যায় সিবিআই। ভোর চারটে নাগাদ মল্লারপুরের কোর্ট গ্রামে পৌঁছায় সিবিআইয়ে বিশাল টিম। এরপর জাকির হোসেন নামে বিজেপি কর্মীর খুনে অভিযুক্ত ১৩ জনের বাড়িতে আলাদা আলাদাভাবে ঢোকে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা।

প্রতিটি দলে ছিল কেন্দ্রীয়বাহিনী জওয়ান। এত সংখ্যক কেন্দ্রীয়বাহিনী ও সিবিআইয়ের লোকজন গ্রামে পৌঁছনয় রীতিমতো চাঞ্চল্য ও আত্ঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গত ৮ মে বাজার থেকে বাড়ি ফেরার পথে জাকির হোসেন নামে বিজেপির এক বুথকর্মীকে গ্রামের হাততলার কাছে রাস্তার উপরে বেধড়ক পেটানো হয়। তাকে চিকিৎসার জন্য প্রথমে রামপুরহাট মেডিকাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কলকাতা নিয়ে যাওয়ার পথে ১৬ মে তার মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।