আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে যাবতীয় বাণিজ্যিক গাড়ির নয়া পারমিট এবং তার পুনর্নবীকরণ প্রক্রিয়া হবে অনলাইনে। এতদিন রাস্তায় নামার সরকারি ছাড়পত্র পেতে গাড়ি মালিকদের রীতিমতো গলদঘর্ম হওয়ার জোগাড় হতো। রমরমা ছিল দালালদেরও।
এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান,”পারমিট নিয়ে দালাল চক্র ও দুর্নীতির অবসান ঘটাতেই গোটা প্রক্রিয়াটি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ দপ্তরের একাধিক ঘুঘুর বাসা ভাঙতে আগামীদিনে আরও আধুনিক ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে। এবার পারমিটের ক্ষেত্রেও অনলাইন প্রক্রিয়া চালু হলে আঞ্চলিক দপ্তরগুলিতে ভিড় অনেক কমবে।
করোনা আবহে সংক্রমণ রুখতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গাড়ির পারমিট ফিও আলাদা আলাদা। মেয়াদ থাকে পাঁচ বছর। অনলাইন পারমিট ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় স্বাগত জানিয়েছেন এই পদক্ষেপকে। তাঁর কথায়, “আগে চার হাজার টাকার পারমিট বের করতে ৪০ হাজার টাকা দালালকে দিতে হতো। দূরদূরান্ত থেকে আবেদনকারীরা হাজিরা দিতেন আঞ্চলিক পরিবহণ দপ্তরে। গোটা ব্যবস্থা অনলাইন হয়ে গেলে দালালদের খপ্পর থেকে মুক্তি মিলবে।”