আজ, বুধবার রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচনে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে চার বিধানসভা কেন্দ্র। উপনির্বাচনের জন্য বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চার বিধানসভা উপনির্বাচনের নিরাপত্তার জন্য অতিরিক্ত আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে।
জানা গিয়েছে, রায়গঞ্জে অতিরিক্ত আরও চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে আরো ৪ কোম্পানি, বাগদায় ৪ কোম্পানি এবং মানিকতলায় অতিরিক্ত আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চার বিধানসভা উপনির্বাচনের জন্য রাজ্যে থাকছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিয়েছিলেন এবং বাগদা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ায় ইস্তফা দিয়েছিলেন সেই কারণেই এই তিন কেন্দ্রে উপনির্বাচন করতে হচ্ছে। অন্যদিকে, মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার কারণে উপনির্বাচন হচ্ছে।