খেলাধুলা ব্রেকিং নিউজ

আবার অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বুমরা

গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ৯ উইকেট নেওয়ার পর ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন বুমরা। সেসময় তিনি অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়ে দেন। এক মাস পর মার্চে আবার বুমরাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন অশ্বিন। এরপর দীর্ঘ ৬ মাস চলেছে অশ্বিনের দাপট। এভাবেই
অনেকদিন ধরে দুই বন্ধুর মধ্যে লড়াইটা দারুন চলছে।

মাত্র দুদিন আগে বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট শেষে আবারও অশ্বিনকে সরিয়ে শীর্ষে উঠে এলেন বুমরা, সেটা মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে থেকে।

কানপুরে টেস্টে বাংলাদেশের বিপক্ষে বুমরা নিয়েছেন ৬ উইকেট আর অশ্বিন ৫টি। তবে ৬ উইকেট নেওয়ায় বুমরার রেটিং পয়েন্ট বেড়েছে ১৬, বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৮৭০। আর কানপুরে ৫ উইকেট নেওয়ার পরও ২ রেটিং পয়েন্ট কমেছে অশ্বিনের। তাতে রামচন্দ্রনের রেটিং পয়েন্ট হয়েছে ৮৬৯।