করোনার দৈনিক সংক্রমণ এখন ৫৩–৫৪ হাজারে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের দেশজুড়ে কড়া লকডাউনের ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি প্রতিরোধে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি টেলিভিশনে ব্রিটেন জুড়ে লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সামনের সপ্তাহগুলি কঠিনতর হতে চলেছে। তবে আমার ধারণা, আমরা লড়াইয়ের শেষপ্রান্তে চলে এসেছি।’ যদিও ব্রিটেনে দেখা দিয়েছে নতুন প্রজাতির করোনা। অন্যান্য দেশ বাতিল করেছে উড়ান। তার মধ্যে লকডাউন জারি হওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মার্চের আগে স্কুল খোলার সম্ভাবনা নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন বরিস জনসন। এই বিষয়েই জনসন বলেন, ‘যদি দেখা যায় করোনায় মৃত্যু কমে এসেছে, ভ্যাকসিন ভালো কাজে দিয়েছে, তাহলেই ফেব্রুয়ারির পর স্কুল খুলতে পারে।’
সূত্রের খবর, আপাতত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। রেস্তোরাঁগুলি খোলার অনুমতি দেওয়া হলেও সেখানে শুধুমাত্র ‘টেকঅ্যাওয়ে’ পরিষেবার ব্যবস্থা থাকবে। স্কুল–কলেজ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ও মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখতে বলা হয়েছে।
