ব্রেকিং নিউজ লাইফস্টাইল

স্মার্টফোনে আনুন এই পরিবর্তন, পান অফুরন্ত ডেটা

দিনের মাঝে হঠাৎ করেই শেষ হয়ে যায় ডেটা লিমিট। ফলে সমস্যায় পড়তে হয় অনেককেই। তবে এবার থেকে সেই সমস্যার সমাধান আপনার হাতেই। যে কোনও ব্যবহারকারী ইচ্ছা করলেই নিজের ইন্টারনেট ইউসেজ লিমিট নির্দিষ্ট করে নিতে পারেন। অর্থাৎ কোন কাজের জন্য কত পরিমাণ ইন্টারনেট ব্যবহার করা হবে তা ঠিক করে রাখতে পারেন আপনি। তার জন্য আর নতুন করে রিচার্জ করার দরকার নেই। কীভাবে সম্ভব? দেখে নিন

প্রথমে নিজের Android থেকে সেটিংস (Settings) পেজটি ওপেন করুন।

এরপর সেখানে রয়েছে কানেকশন/নেটওয়ার্ক এবং ইন্টারনেট। এই অপশনটির উপর ট্যাপ করুন।

এরপর খুলে যাবে Data Usage অপশন। এবং সেখানেই রয়েছে বিলিং সাইকেল অ্যান্ড ডেটা ওয়ার্নিং অপশন। ওই অপশনের উপর ক্লিক করতে হবে।

সেখানে ডেটা ওয়ার্নিং সেট করার অপশন পাবেন ব্যবহারকারীরা। সেখানে নিজেদের প্রয়োজন মতো ডেটা ইউসেজ নির্দিষ্ট করে রাখতে পারেন।

যে পরিমাণ ডেটা ইউসেজ সেট করা হবে সেই পরিমাণ ডেটা ব্যবহার করা হলে ফোন নিজে থেকেই নোটিফিকেশন দিতে শুরু করবে।

ইউসেজ ডেটা লিমিট সেট করার পর তা অন করতে হবে। এরপর নির্দিষ্ট সীমা পর্যন্ত ডেটা ব্যবহার সম্পন্ন হলে নিজে থেকেই মোবাইল ডেটা বন্ধ হয়ে যাবে।

আর দেরি না করে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন সমস্ত ব্যবহারকারীরা। মোবাইল সেটিংসে এই পরিবর্তন এনে সারাদিন ইন্টারনেট ব্যবহারের আনন্দ নিন।