করোনাভাইরাস আক্রান্ত হলেন ব্রাজিলের প্রধানমন্ত্রী জাইর বলসনারো। তিন তিনবার তিনি পরীক্ষা করিয়েছিলেন। ফল নেগেটিভ এসেছিল। চতুর্থবারের ফলাফলে তাঁর আশঙ্কাই সত্যি হল। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারো কোভিড পজিটিভ। মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। একসময়ে করোনাভাইরাসকে ছোট্ট ফ্লু বলে বলেছিলেন বলসনারো। করোনা সতর্কতায় মাস্কও সবসময়ে পরতেন না তিনি। সামাজিক দূরত্বও মেনে চলতেন না তিনি।
এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্তের কথা ঘোষণা করেন। আর জানান, তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার পিছনে অনেকেই বলসনারোর উদাসীনতাকেই দায়ী করেন। গত ১১ মার্চ বিশ্বজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে তিনি বলেন, ‘যা দেখছি, এর থেকে অন্য রোগে অনেক বেশি মানুষ প্রাণ হারান। ব্রাজিলে করোনাভাইরাস হবে না, কারণ ব্রাজিল উষ্ণ দেশ। তাই আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই।’ অথচ এই মুহূর্তে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল। মোট করোনা পজিটিভের সংখ্যা ১৬ লক্ষেরও বেশি।
এদিন তিনি জানান, অ্যান্টি–ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। তিনি শুনেছেন এটি কোভিডে কার্যকর। উল্লেখ্য, গত এপ্রিল মাসে আমেরিকার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন জাইর বলসনারো। ওই বৈঠক থেকে ফেরার পরেই ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের বেশ কয়েকজনের কোভিড পজিটিভ ধরা পড়ে। তবে তিনি খেলাধুলা করেছেন, তাই তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী বলেও দাবি করেন বলসনারো।
দু’দিন ধরে গায়ে জ্বর ছিল। শ্বাস নিতেও সমস্যা ছিল। উপসর্গ যে করোনার, তা তিনি নিজেও বুঝতে পারেন। তাই মঙ্গলবারই (৭ জুলাই) নমুনা কোভিড টেস্টের জন্য পাঠিয়েছিলেন। পরীক্ষার ফল পজিটিভ আসার পরেই তিনি ঘোষণা করেন। এদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ব্রাজিল প্রেসিডেন্টের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়। গত ৪ জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে ব্রাজিলের মার্কিন দূতাবাসে মাস্কহীন অবস্থায় যোগ দেন প্রেসিডেন্ট বলসনারো ও তাঁর মন্ত্রীসভার কয়েকজন সদস্য। এক টেবিলে বেশ কাছাকাছি বসে ছবিও তোলেন তিনি। সেদিন রাত থেকে সর্দি–জ্বর আসতে শুরু করে ব্রাজিল প্রেসিডেন্টের। সোমবার হঠাৎ ব্রাজিলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়। আগে দেশের সর্বত্র এই নিয়ম জারি ছিল না।