বিনোদন ব্রেকিং নিউজ

বক্স অফিস কাঁপাচ্ছে ‘দৃশ্যম ২’

মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার মুভি ‘দৃশ্যম ২’। আর মুক্তির পরই বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে এই ছবি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৫০ কোটির ব্যবসা করেছিল ‘দৃশ্যম ২’। মুক্তির ১২ দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে দেড়শো কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। আর সিনেমা মুক্তির ১৯ দিনের মাথায় একশ নব্বই কোটি ছুঁয়ে ফেলে নতুন রেকর্ড গড়েছে অজয়-তাব্বুর থ্রিলার ছবি।

এখনও পর্যন্ত দৃশ্যম ২-এর বক্স অফিস মোট কালেকশন ১৯২.৫৭ কোটি। সিনেমার বক্স অফিস কালেকশনের গ্রাফ দেখে প্রথম সপ্তাহের শেষেই সিনে বিশেষজ্ঞরা মনে করেছিলেন দ্বিতীয় সপ্তাহের শেষে ২০০ কোটির ঘরে পৌঁছে যাবে ক্রাইম থ্রিলার দৃশ্যম ২। বলা ভালো দৃশ্যম ২-এর হাত ধরেই ভারতীয় বক্স অফিসে হিন্দি ছবির হাল ফিরছে।

শুরু থেকেই ‘দৃশ্যম টু’ নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। ‘দৃশ্যম ২’ মুক্তির পরই প্রথম তিন দিনে মোট ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। এমনকী প্রথম দিনেই ভুলভুলাইয়া ২-কে টেক্কা দিয়েছে দৃশ্যম ২।

জানা গিয়েছে,ভারত জুড়ে মোট ৩৩০২ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে অভিষেক পাঠাক পরিচালিত দৃশ্যম ২। দৃশ্যম টু নিয়ে দর্শকের মধ্যে ছবি দেখার যে উৎসাহ তার পারদ ক্রমশ চড়ছিল। ইতিমধ্যেই ছবিটি যে দর্শকদের ব্যাপক মন কেড়েছে,তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ছবিটি মুক্তির দু’দিন আগে থেকেই সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, মোট ১.৬৮ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছিল।