মালদহ থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে তৃণমূলের তারকা প্রার্থী দেবের হেলিকপ্টারে দেখা যায় যান্ত্রিক ত্রুটি৷ সঙ্গে সঙ্গে মালদহতেই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় তৃণমূলের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের হেলিকপ্টার৷ তবে জানা গিয়েছে, ভয়ানক কোন বিপদ ঘটেনি। দেব সম্পূর্ণ সুরক্ষিত আছেন৷
জানা যাচ্ছে, মালদহের হেলিপ্যাড থেকে ওড়ার মিনিট দশেকের মধ্যেই এই ঘটনাটি ঘটে৷ তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে৷ লোকসভা ভোটের প্রচারে শুক্রবার মালদহের রতুয়ায় গিয়েছিলেন দেব৷ সেখানে প্রচার সেরে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল অভিনেতার।
মালদহে প্রচার সেরে হেলিকপ্টারে উঠে বসেন অভিনেতা। তারকাকে নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে উড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় বিভ্রাট৷ মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হেলিকপ্টারে। কালো ধোঁয়ায় ভরে যায় হেলিকপ্টার। বিপদ বুঝেই মালদহেই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় ওই হেলিকপ্টার।
ঘটনা প্রসঙ্গ দেব বলেন, “মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে গিয়েছে। এটা বলব যে মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ঠিক আছে। এখন ভালো আছি। ঠাকুর সঙ্গে আছেন। মানুষ সঙ্গে আছে।”