ব্রেকিং নিউজ রাজ্য

বিজেপির ১২ ঘণ্টা বাংলা বন্‌ধকে ঘিরে চাঞ্চল্য

ভোটের দিন সকাল থেকে ভোট লুট,ছাপ্পা ভোট, বিভিন্ন বুথে বহিরাগতদের দাপাদাপির অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই প্রতিবাদে রাজ্যজুড়ে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সকাল থেকে বিভিন্ন জেলায় বন্ধের মিশ্র প্রভাব পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রে চেহারা নেয় কালাকার স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল। বনধ পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেত্রী মিনা দেবী পুরোহিত।

এদিনের এই কর্মসূচী সফল করতে শ্যামনগর ২৩ তম রেলগেটে রেল অবরোধ করে বিজেপি। প্রায় আধঘণ্টা এই অবরোধ চলার পর তৃণমূলের হস্তক্ষেপে এই অবরোধ উঠে যায়। এরপরই দুই দলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী।

বিজেপির ডাকা এই বনধকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বেহালায়।বিজেপি কর্মীরা রাস্তায় শুয়ে থেকে পথ অবরোধ শুরু করে।ব্যাপক যানজট হয় ওই রাস্তায়।পুলিশকে ঘিরেও শুরু হয় উত্তেজনা।পুলিশ এই অবরোধে বাধা দিতে গেলে বিজেপি কর্মীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি।

বিজেপির ডাকা বাংলা বন্‌ধকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের ভরতপুরে। ভরতপুরের আলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান গেট খুলতেই এলাকার বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা ইমন কল্যাণ মুখার্জি স্কুল খুলতে বাধা দেয়। এর পরই বন্‌ধের সমর্থনে স্লোগান শুরু করলেই এলাকা তৃণমূল কর্মীরা এসে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। ঘটনা দুই পক্ষের শতাধিক কর্মীরা হাজির হলে পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যায়। এদিন বিজেপি নেতা ইমনকল্যাণ মুখার্জির দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।