বিনোদন

আমির খানকে আক্রমণ বিজেপি সাংসদের

এবার যোগী রাজ্যের জনসংখ্যা নীতির পক্ষে বলতে গিয়ে বলিউড অভিনেতা আমির খান সম্পর্কে অশ্লীল মন্তব্য করলেন মধ্যপ্রদেশের বিজেপি এমপি সুধীর গুপ্ত। তিনি বলেন, ‘আমির খানের মতো মানুষেরাই ভারতের জনসংখ্যার ভারসাম্যহীনতার জন্য দায়ী’— রবিবার বিশ্ব জনসংখ্যা দিবসে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মান্দসারের সাংসদ সুধীর।

এদিন তিনি বলেন, ‘আমির খান তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তকে ডিভোর্স করেন। তাঁদের ছিল দু’টি সন্তান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। এই পক্ষে তাঁর একটি সন্তান রয়েছে। দাদু হওয়ার বয়সে আমির তৃতীয়বার বিয়ের চেষ্টা করছেন। যাঁরা বলেন, খানের মতো মানুষদের ডিম বেচা ছাড়া আর কোনও কাজ করার মত মানসিকতা নেই, তাঁরা ঠিকই বলেন।’

এটুকু বলেই অবশ্য তিনি থেমে যাননি। ভারতের ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুধীর বলেন, দেশভাগের সময় পাকিস্তান অনেকটাই জমি পেয়েছে। কিন্তু, তুলনামূলকভাবে তার জনসংখ্যা ছিল কম। সেই সময় প্রচুর মানুষ ভারতে চলে এসেছিলেন। বর্তমানে ভারতের জনসংখ্যা ছুঁয়েছে ১৪০ কোটি। আর জনসংখ্যার এই বিস্ফোরণের জন্য দায়ী আমির খানের মতো লোকেরাই।