দেশ লিড নিউজ

গেরুয়া ঝড় : উত্তরপ্রদেশে সরকার গড়ার দৌড়ে এগিয়ে বিজেপি, পাঞ্জাবে আপ

যোগী আদিত্যনাথেই ভরসা রাখল গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে বিজেপি। পাঁচ রাজ্যের চারটিতেই গেরুয়া ঝড়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে ক্ষমতা দখল বিজেপির। তবে কংগ্রেসের থেকে পঞ্জাব ছিনিয়ে নিল কেজরির দল আপ।

গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা পেল বিজেপি। ৪০ আসনের গোয়া বিধানসভা ভোটে বিজেপির দখলে ২০টি আসন। কংগ্রেস পেয়েছে ১২টি আসন।

গত ৬ মাস ধরে গোয়ায় মাটি আঁকড়ে পড়েছিল তৃণমূল। দফায়-দফায় গোয়া গিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উড়ে গিয়েছেন গোয়ায়। কিন্তু কোন লাভ হল না। ভোটের ফলে দেখা যাচ্ছে তৃণমূল জোট গোয়ায় পেয়েছে ২টি আসন। কেজরির দল আপ গোয়ায় ২টি আসন পেয়েছে। সমুদ্র রাজ্য গোয়ায় ফের একবার সরকার গঠনের পথে বিজেপি।

উত্তরাখণ্ডেও গেরুয়া ঝড়। ৭০ বিধানসভার উত্তরাখণ্ডের ৪৮ আসনেই এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৮টি আসনে। এই রাজ্যেও ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। এছাড়া মণিপুরেও সিংহভাগ আসনে জয় পেয়ে সাফল্যের পথে বিজেপি। ব্যতিক্রম শুধুই পঞ্জাব। কংগ্রেসের থেকে পঞ্জাব ছিনিয়ে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ।