তাপস রায়কে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র। তিনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এখন থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চার জন জওয়ান।
সূত্রের খবর, তাপসবাবু নিজে থেকে কোন নিরাপত্তা চাননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে তাঁর নিরাপত্তা জরুরি বলে মনে করছিলেন বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব। সেই ভিত্তিতেই এই ব্যবস্থা।
উল্লেখ্য, গত মার্চ মাসে ভোটের মুখে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তৎকালীন তৃণমূল নেতা তাপস। বাড়িতে ইডি অভিযান এবং নেতৃত্বকে পাশে না পাওয়া নিয়ে সেসময় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এরপরই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন।
সম্প্রতি বড়বাজার এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেসময় ঘটনাস্থলে পৌঁছন তাপস রায়। অভিযোগ, ঘটনাস্থলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এর আগে মানিকতলা এলাকায় আয়োজিত একটি রোড-শো তেও তাপস রায়কে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দেখানো হয়। এমনকি সাধন পাণ্ডের মৃত্যুর পর কেন সেখানে উপনির্বাচন হচ্ছে না সে নিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।
এরপরই তাপসের নিরাপত্তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে আলোচনা শুরু হয়। অবশেষে পেলেন কেন্দ্রীয় সুরক্ষা। পাশাপাশি বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষেও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্র।