সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ৷রাজ্যের বেশ কিছু ভোট কেন্দ্র থেকে অশান্তির খবর মিলেছে৷এছাড়া বসিরহাটে এক বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে ইভিএম ভাঙ্চুরের অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে৷ তবে বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাদের প্রার্থীকে৷
রাজ্যের ১০৮ পুরসভায় ভোটের ঘোষণা করে নির্বাচন কমিশন৷ ভোট গ্রহনের আগেই ৩ টি পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।ফলে আজ ১০৫ টি পুরসভায় ভোট গ্রহণ চলছে৷ রাজ্যের প্রায় দু’হাজারের বেশি ওয়ার্ডে ভোট চলছে।
উত্তর ২৪ পরগনা জেলার মোট ২৫ টি পৌরসভা নির্বাচন তার মধ্যে বারাসাত মহকুমার পাঁচটি পৌর এলাকা রয়েছে, বারাসাত, মধ্যমগ্রাম,অশোকনগর, হাবরা ও গোবরডাঙ্গা এলাকার মোট ভোটার সংখ্যা ৬৮৪৩৭৩, মোট বুথ সংখ্যা ৮২৬টি।
বারাসাত: মোট ভোটার ২৪০৭৭০
বুথ সংখ্যা ২৮২ ৷
মধ্যমগ্রাম: মোট ভোটার ১৭১৩১০
বুথ সংখ্যা ২১০৷
হাবড়া: মোট ভোটার ১২২৫০৫
বুথ সংখ্যা ১৪৬ ৷
অশোকগর: মোট ভোটার ১১০১৫৪
বুথ সংখ্যা ১৪০৷
গোবরডাঙ্গা মোট ভোটার ৩৯৬৩৪
বুথ সংখ্যা ৪৮৷
রাজ্যে মোট ২ হাজার ২৭৬টি বুথ। নিরাপত্তায় মোতায়েন ৪৪,০০০ পুলিশকর্মী। ১৭ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয় পুলিশ, সাধারণ মানুষ এবং এই বিশেষ পর্যবেক্ষকদের নজর রাখার জন্য নিয়োগ করা হয়েছে আরও ১০জন আইএএস (IAS) অফিসার। পুলিশের পাশাপাশি রয়েছে ইএফআর ও এসটিএফ (EFR,STF) কমান্ডো। এছাড়াও প্রতিটি বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা। কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে বুথগুলিকে।