রাজ্য লিড নিউজ

WB Municipal Election: বেলা ১১টা পর্যন্ত কোন জেলায় কত ভোট পড়ল,জানুন

আজ রাজ্যের ২০ জেলার ১০৮টি পুরসভার ভোটগ্রহণ চলছে৷তাতে বেলা ১১ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৩.৫২ শতাংশ। আলিপুরদুয়ারে ৩১.৯২ শতাংশ, বাঁকুড়া ৩১.১৩ শতাংশ, বীরভূমে ৩৬.১৮ শতাংশ, কোচবিহারে ৩০.৭৩ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৩৪.০৪ শতাংশ, দার্জিলিংয়ে ২৩.৩৬ শতাংশ, হুগলিতে ৩১.৮১ শতাংশ, হাওড়ায় ৩৭.৪৬ শতাংশ, জলপাইগুড়িতে ৩২.১২ শতাংশ, ঝাড়গ্রামে ৩৩.১২ শতাংশ, মালদহে ৩৩.০৩ শতাংশ, মুর্শিদাবাদে ৩৮.৭৮ শতাংশ, নদীয়ায় ৩৪.৪২ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৩.৩২ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে শতাংশ, পূর্ব বর্ধমানে ৩৯.৪৭ শতাংশ,পূর্ব মেদিনীপুরে ৪২.১৬ শতাংশ, পুরুলিয়ায় ২৬.৪৪ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৩১.৬৩ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ৩৫.৭০ শতাংশ।

সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ৷রাজ্যের বেশ কিছু ভোট কেন্দ্র থেকে অশান্তির খবর মিলেছে৷জগদ্দলে অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ৷ বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতা অর্জুন সিংহ৷ অভিযোগ,তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

অন্যদিকে বসিরহাটে এক বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে ইভিএম ভাঙ্চুরের অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে৷ তবে বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাদের প্রার্থীকে৷