দেশ ব্রেকিং নিউজ

শ্রীলঙ্কা–নেপাল দখলের ছক

এবার শ্রীলঙ্কা–নেপাল দখল করার ছকের কথা শোনালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ফের তিনি বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। তবে এই মন্তব্য নিয়ে হাসির রোল উঠেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, নেপাল এবং শ্রীলঙ্কাতেও না কি বিজেপির সরকার তৈরি করার চেষ্টা চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্তব্য করে নিজেকে যেমন হাসির খোরাক করেছেন তেমনই দলের অস্বস্তি বাড়িয়েছেন।
আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌অমিত শাহ ত্রিপুরা সফরে এসে নেপাল–শ্রীলঙ্কায় বিজেপি সরকার তৈরির বিষয়ে আলোচনা করে গিয়েছেন। ভারতে সর্বাধিক রাজ্যে ক্ষমতা দখলের পরেই এই পদক্ষেপ করা হবে।’‌ হঠাৎ তিনি কেন এমন মন্তব্য করতে গেলে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভিন দেশ দখল করে সরকার গড়ার কথা অমিত শাহ বলে গিয়েছেন দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন বিপ্লব দেব।
তাঁর কথায়, কমিউনিস্টদের দাবি তারা বিশ্বজোড়া রাজনৈতিক দল। বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির সরকার চলছে। কিন্তু এখন বিজেপি বিশ্বের বৃহত্তম দল। আগরতলায় এসে অমিত শাহ বলে গিয়েছেন, নেপাল–শ্রীলঙ্কার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই মন্তব্যের পর নেপাল এবং শ্রীলঙ্কা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলবেন ঠিক করেছেন বলে সূত্রের খবর।