ব্রেকিং নিউজ রাজ্য

লোকসভা নির্বাচনের আগে বিরাট রদবদল তৃণমূলে! একাধিক জেলা সভাপতি পদে নতুন মুখ

লোকসভা নির্বাচনের আগে জেলাস্তরে বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল। সোমবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে। জেলার নতুন কমিটি থেকে বাদ পড়েছে অনেক তাবড় নেতার নাম। তালিকায় আবার অনেক নতুন নামও সংযোজন করা হয়েছে।

এই তালিকা মারফত জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জেলা সভাপতি করা হয়েছে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইককে। জলপাইগুড়ি জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন মহুয়া গোপ এবং দার্জিলিং সমতলে পাপিয়া ঘোষ ও পাহাড়ে শান্তা ছেত্রী। জেলা সভাপতি পদে পুনর্বহাল রইলেন কোচবিহারের অভিজিৎ দে ভৌমিক এবং মালদার আব্দুর রহিম বক্সি। উত্তর দিনাজপুরে কানহাইয়ালাল আগরওয়াল ও দক্ষিণ দিনাজপুরে শুভাশিস ভাওয়ালকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, কৃষ্ণনগরে সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব পেয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন পদ থেকে তপতী দত্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রত্না বিশ্বাসকে। বসিরহাট সাংগঠনিক জেলায় চেয়ারপার্সন থেকে হাজি নুরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। ওই জেলার সভাপতি ছিলেন সরোজ বন্দ্যোপাধ্যায়। তাঁকে করা হয়েছে চেয়ারপার্সন।

একইসঙ্গে দলের সম্পাদক পদে চার জনের নামও সোমবার প্রকাশ করেছে তৃণমূল। বীরভূমের জেলা সভাপতির তালিকায় নাম নেই অনুব্রত মণ্ডলের। সেখানে কোনও সভাপতির নাম ঘোষণা করা হয়নি। ওই জেলায় দলের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। সভাপতির কাজ সামলাবে বীরভূম জেলার কোর কমিটি।

মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে অপূর্ব সরকারকে। ওই জেলার সায়নী সিংহ রায়কে দলের রাজ্য সম্পাদক করেছে তৃণমূল। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভাপতি পদে সাংসদ খলিলুর রহমানকে রেখে দিলেও চেয়ারম্যান পদে আনা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনকে। বাঁকুড়া জেলার সভাপতি পদ থেকে দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে সরিয়ে আনা হয়েছে তালড্যাংরার বিধায়ক অরুপ চক্রবর্তীকে।

অন্যদিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদে আনা হয়েছে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে। ওই পদে ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের নতুন চেয়ারপার্সন করা হয়েছে স্বপন নন্দীকে। এর আগে ওই দায়িত্বে ছিলেন জয়দেব জানা।