দেশ বিনোদন ব্রেকিং নিউজ

রশ্মিকা মান্দানার ‘ডিপফেক ভিডিও’ কাণ্ডে দিল্লি পুলিশের FIR দায়ের

গোটা দেশ তোলপাড় রশ্মিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও কাণ্ডে। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশের মতে, স্পেশাল সেল এই বিষয়ে আইপিসি ১৮৬০ এর ধারা ৪৬৫ এবং ৪৬৯ এবং আইটি আইন ২০০০ এর ধারা ৬৬সি এবং ৬৬ই এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।

প্রসঙ্গত, রশ্মিকার ডিপফেক ভিডিওটিতে একটি লিফটের ভিতরে কালো পোশাক পরা এক মহিলাকে দেখা যাচ্ছে। রশ্মিকা মান্দান্নার মতো দেখতে এআই- এর সাহায্যে তার মুখ এডিট করা হয়েছিল। এতে মুখমন্ডল মন্দনার আর দেহটি অন্য মহিলার। এটি এমনভাবে এডিট করা হয়েছে, যে এটি রশ্মিকা মান্দান্নার ভিডিও বলে মনে হচ্ছে।

মেগাস্টার অমিতাভ বচ্চন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানান, সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর, জানানো হয় এক বিবৃতিতে।

সেখানে বলা হয়, ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে। অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করে বলেছেন কেউ বেআইনিভাবে তাঁর ছবি মর্ফ করে ভিডিওতে ব্যবহার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি বা আটকের খবর পাওয়া যায়নি।