গোপনাঙ্গে বিরাট বড় ব্যাটারি! বিষয়টি গোপন রাখতে গিয়ে গোপনাঙ্গের (Private Part) দফারফা৷কীভাবে ঘটনাটি ঘটেছে,তা শোনলে আপনিও লজ্জা পাবেন৷
মজার ছলে মানুষ অনেক কাজ করে বসেন৷ কিন্তু তা বলে গোপনাঙ্গ (Private Part)নিয়ে মজা করা মোটেই ঠিক নয়৷ সম্প্রতি একটি ঘটনা ভাইরাল হয়েছে,ওই ঘটনায় উল্লেখ রয়েছে, একজন নিজের গোপনাঙ্গে (Private Part)ব্যাটারি (Battery) রাখেন। তারপর আর বের করতে পারেননি৷ এবং লজ্জায় চিকিৎসকের কাছে যাননি। কিন্তু একদিন পর গোপনাঙ্গে ব্যথা শুরু হয়৷ ব্যথা সহ্য করতে না পেরে অবশেষে চিকিৎসকের কাছে যান৷
চিকিৎসক তাকে এক্স-রে করতে বলেন৷ সেই রিপোর্ট দেখে ডাক্তারের চক্ষু চড়কগাছ৷ গোপনাঙ্গের (Private Part)ভিতরে এএ ব্যাটারি( AA Battery)৷সঙ্গে সঙ্গে জরুরি অস্ত্রোপচার করা হয়। এবং ওই ব্যাটারিটি গোপনাঙ্গ থেকে বের করা হয়৷ তখনকার মত বিপদমুক্ত হলেও কয়েক মাস পর ফের সমস্যা তৈরি হয় তার।
ব্যাটারি কী ভাবে ভিতরে ঢুকল জানতে চাওয়া হলে তিনি বলেন যে, মজা করার জন্য এটি করেছিলেন৷আর তা করতে গিয়েই বিপদ ডেকে আনলেন।যদিও হাস্যকর এই ঘটনাটি ঘটেছে চীনে৷
চিকিৎসকদের মতে, ব্যাটারির মত বিষাক্ত জিনিস শরীরের ভিতরে চলে গেলে বিরাট ক্ষতি হতে পারে৷ এই ধরনের ফরেন এলিমেন্ট শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে৷