জেলা ব্রেকিং নিউজ

Basirhat: কারখানায় বিষাক্ত গ্যাস, আতঙ্ক

বসিরহাটে মাংসের ফুড প্রসেসিং কারখানা থেকে শুক্রবার সকাল দ’শটা নাগাদ গ্যাস লিক করে। এলাকাবাসীর দাবি, কারখানার থেকে বিষাক্ত গ্যাস লিক হয়েছে। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা।

বসিরহাটের মাটিয়া থানার গোপালপুর মোড়ের গ্যাস লিকের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। দমকলকর্মীরা জানান, গ্যাস লিক আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গ্যাস আটকাতে মুখে গামছা ও কাপড় বেঁধে ঘটনাস্থলে কাজ করতে থাকে দমকল ও পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে। পুলিশ ও দমকল খতিয়ে দেখছে বিষাক্ত গ্যাস নিয়ে মাংসের প্রসেসিং কারখানায় নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা ছিল কিনা। বিষাক্ত গ্যাস লিক আটকাতে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্তাদের দাবি, বরফ তৈরি করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার হত এই কারখানায়।

স্থানীয়দের দাবি, গ্যাস লিকের পর তিন জন অসুস্থ হয়ে পড়েন। যদিও বসিরহাটের সিএমওএইচ এর দাবি খোলা জায়গা বলে বড়সড় দুর্ঘটনা হয়নি। তবে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।