করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ

COVID 19: আতঙ্কের নাম করোনা

ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। দৈনিক সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। তবে সংক্রমণ বাড়লেও সামান্য কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। তবে সবচেয়ে উদ্বেগের জায়গা দিল্লি।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৪৪ শতাংশ। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৩ হাজার ৫৩৫ জন। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। যা কমবেশি আগের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৯২৮।

দিল্লির পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য মহল। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২৬ জন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী দিল্লিতে গত প্রায় সাত মাসে এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এর সঙ্গেই চিন্তা বাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। ৬ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, অ্যাক্টিভ কেস লোড পৌঁছেছে ৮৮৪০-এ যা গত ছয় মাসে সবথেকে বেশি। প্রসঙ্গত, কোভিডের ঢেউ ভারতে যতবার আছড়ে পড়েছে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যগুলোর মধ্যে সবার আগে নাম আসবে দিল্লি এবং মহারাষ্ট্রের।