বাংলাদেশ

২৫ বছরের পুরোনো, তাই দাম উঠল ২২৩ কোটি

পুরোনো জিনিসের দাম অনেক, আর যত পুরোনো হবে তার দাম তত চড়া হবে সেটা সকলেই জানেন। কিন্তু ২৫ বছরের পুরনো একটি জাহাজের দাম উঠল ২২৩ কোটি টাকা! হ্যাঁ, সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের এক জাহাজভাঙা কারখানায় নিয়ে আসা হল একটি ২৫ বছরের পুরনো বাতিল জাহাজ। যা ভেঙে যন্ত্রপাতি সহ যাবতীয় সাজ সরঞ্জাম বিক্রি করে দাম তুলবে ওই সংস্থা। পুরোনো জাহাজটি কিনেছে বাংলাদেশের এইচ এম শিপব্রেকিং ইন্ডাস্ট্রি লিমিটেড।

জানা যাচ্ছে, তেল পরিবহনকারী এই জাহাজটির নাম ‘ইএম ভাইটালিটি’। জাহাজটি লম্বায় ৩৪০ মিটার, ঠিক ৯৭ তলা উঁচু ভবনের সমান লম্বা। মোট আয়তন ১৯ হাজার বর্গমিটার, যা কোপা আমেরিকায় যে মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা হবে, সেই মারকানা স্টেডিয়ামের মতো তিনটি মাঠের আয়তনের সমান। মূলত, পুরোনো জাহাজ বিক্রি হয় জাহাজে থাকা মোট লোহার ওজন হিসেবে। ‘ইএম ভাইটালিটি’ জাহাজটি এতটাই বড় যার জন্য বিক্রি হল ২২৩ কোটির বিশাল অঙ্কে।

চলতি বছরে এখন পর্যন্ত বিশ্বে এই ধরনের পুরোনো জাহাজ বিক্রি হয়েছে মাত্র ১১টি। যার মধ্যে এটাই সবচেয়ে বেশি দাম উঠল। জানা যাচ্ছে বাংলাদেশের পারিবারিক শিল্পগ্রুপ মোস্তফা হাকিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচ এম শিপব্রেকিং ইন্ডাস্ট্রি লিমিটেড জাহাজটি বাংলাদেশি মুদ্রায় কিনেছে২০৮ কোটি ৬৮ লাখ টাকা দিয়ে। আর এর জন্য বাংলাদেশ সরকারকে শুল্ক দিতে হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টাকা। ফলে সবমিলিয়ে দাম পড়েছে ২২৩ কোটি টাকা। এই সংস্থা এর আগে একটি পুরোনো জাহাজ কিনেছিল ১৮০ কোটি টাকা দিয়ে।