পদ্মাপারে করোনা সংকট বাড়ছিলই। এবার করোনা–থাবার শিকার হলেন বাংলাদেশের এক সংসদ সদস্য। যদিও বাংলাদেশের সংবাদমাধ্যমে ওই সাংসদের নাম গোপন করা হয়েছে। তবে তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের এক কেন্দ্রের জনপ্রতিনিধি। তিনি সংসদে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পদ্মাপারের দেশের এই প্রথম কোনও সাংসদ করোনায় আক্রান্ত হলেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বাড়ছে আতঙ্ক।
সূত্রের খবর, নিজের নির্বাচনী এলাকা থেকে ওই সাংসদ ঢাকায় আসেন। এখানে উঠেছিলেন সরকারি বাসভবনে। ঢাকায় আসার পর জ্বর এলে, আইইডিসিআর থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আইইডিসিআরের সেই রিপোর্টে জানানো হয়েছে ওই সাংসদ কোভিড–১৯ পজিটিভ। তারপর থেকে তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই খবর চাউর হতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। সাংসদই যদি করোনায় আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের হাল কী? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, ১ মে পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭০। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় দু’জন মারা গিয়েছেন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭৪ জন। ওই সাংসদ যে বাসভবনে থাকেন তা সিল করে দেওয়া হতে পারে বলে খবর। তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবর।