শনিবার বনগাঁ রেল স্টেশনে একটি ট্রেনের উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বনগাঁ বাগদা রেল লাইনের যে বিষয়টি রয়েছে সেটা সিডিউলে নিয়ে এসে অর্থ বরাদ্দ করেছে রেলমন্ত্রী ৷ রাজ্য সরকার জমি অধিগ্রহণে সহযোগিতা করলে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে৷” এরপরই এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ বাগদা রেল পথের শিলান্যাস করেন৷ পরবর্তীতে সেই কাজ একটুও এগোয়নি।
শান্তনুর বক্তব্য বক্তব্যের সমালোচনা করে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ থেকে চাঁদা পর্যন্ত রেল প্রকল্পের জন্য শিলান্যাস করেন৷ সেই কাজটা ওনারা এতদিন আর এগোননি৷ সামনে ভোট এসেছে। সেই কারণে চার বছর পর ভোটের রাজনীতি করতে উনি এ সমস্ত কথা বলছেন৷ চার বছর কোথায় ছিলেন?”