বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ থানার মুরারিশা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গাজীপুর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ফের গ্রেফতার বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। গতকাল হাসনাবাদ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভবানীপুর মডেল বাজার থেকে বাড়ি ফেরার পথে বাবু মাস্টারকে পুলিশ গ্রেফতার করে।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে বারাসাতের কাজীপাড়া থেকে গ্রেফতার হয় বাবু মাস্টার। প্রায় এক মাস জেল খাটার পর সে ছাড়া পায়। এরপর সে নিজের বাড়ি হাসনাবাদ থানা এলাকায় থাকতে শুরু করে।
কিন্তু বিগত কয়েকদিন ধরে এলাকায় সন্ত্রাস থেকে শুরু করে রাহাজানির মত একাধিক অভিযোগ হয় হাসনাবাদ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন হাসনাবাদ থানায় পুলিশ বাবুর বিরুদ্ধে বেআইনি অস্ত্র মামলা, মারধর সহ এলাকায় সন্ত্রাসের আতঙ্ক তৈরি করা এমনই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
উল্লেখ্য, বিধানসভা ভোটের ঠিক আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেনবাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। সেসময় তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয় বিজেপির। তারপর তিনি নিজেই সাংবাদিক বৈঠকে বিজেপি ত্যাগ করার কথা ঘোষণা করেন। এছাড়াও তিনি ফের একবার তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেন। তবে সেই ইচ্ছে পূরণ হয়নি বাবু মাস্টারের।