সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া–আন্দুল শাখায় ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। আদ্রা ডিভিশনেও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার তুপকাডি-রাজবেড়া শাখায় সাবওয়ের কাজ হবে। কার্যত সেকারণেই এদিন সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৬টা ১৫ পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।
ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাটিয়া এক্সপ্রেস, ১৩৩১৯/১৩৩২০ দুমকা-রাঁচি এক্সপ্রেস ও ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো- রাঁচি মেমু এক্সপ্রেস ট্রেন ৭ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে।
এছাড়া ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো এক্সপ্রেস ট্রেনটি ওইদিন আদ্রা পর্যন্ত চলাচল করবে। অন্যদিকে, ১৩৩৫১ ধানবাদ-আলাপুজা এক্সপ্রেস, ০২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেনগুলো ওইদিন ঘুরপথে চলবে। ১২৮১১ আনন্দবিহার-হাটিয়া ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস ও ১২৮০১/১২৮০২ পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন ৬ জুলাই ঘুরপথে চলবে।