আবহাওয়া কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

ঘূর্ণিঝড়ের প্রভাব সরতেই নেমে গেল তাপমাত্রা

ঘূর্ণিঝড়ের প্রভাব সরতেই একধাক্কায় ২.‌৫ ডিগ্রি তাপমাত্রা কমে গেল শহর কলকাতায়। শুক্রবার যা ছিল ২৩.‌৬ ডিগ্রি, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সেখানে ২১.‌১ ডিগ্রি। যদিও এই নভেম্বরে এসে তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশিই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ক’‌দিনে তাপমাত্রা কমলেও হু হু করে নামবে না।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘‌মিধিলি’‌র প্রভাব বাংলায় সেভাবে পড়েনি। শুক্রবার কলকাতার আকাশ ছিল মেঘলা। শুক্রবার সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল। সন্ধের পর বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হয় মিধিলির।

বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সময় মিধিলির গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এর ফলে সন্ধের পর বাংলায় ঝোড়ো হাওয়ার দাপট কমতে থাকে। শুক্রবার উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে শনিবার আর বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারের পর থেকে আবহাওয়া বদল হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।