ব্যারাকপুর থেকেই ভোটে লড়বেন অর্জুন সিং। তবে তৃণমূলের প্রার্থী হিসেবে নয়, তিনি ভোটে লড়বেন পদ্মফুল প্রতীকে। যদিও এ ব্যাপারে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর থেকে এখনও পর্যন্ত কোন ঘোষণা হয় নি।
জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় নেতাদের সঙ্গে অর্জুনের কথাবার্তা একপ্রকার চূড়ান্ত।
ব্রিগেড থেকে লোকসভার ৪২ আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দলের ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ অর্জুন সিং। আগেই বলেছিলেন, স্টেজে বসিয়ে রেখে এমনটা নাও করতে পারত দল। পরবর্তীতে অনুগামীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এবার দিলেন নির্দল অথবা বিজেপির হয়ে ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে লড়ার ইঙ্গিত।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন অর্জুন সিং। ২০২৪ সালেও বাদ পড়লেন। আর শেষ মুহূর্তে আর কোনও অঘটন না ঘটলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও অর্জুন সিং ব্যারাকপুর থেকেই ভোটে লড়বেন। তৃণমূল কংগ্রেসে তাঁর প্রয়োজন ফুরিয়েছে। তাই তাঁকে ‘ছুড়ে ফেলা হয়েছে’ বলে মন্তব্য করেছেন অর্জুন সিং।
মঙ্গলবার অর্জুনের দফতর থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। আর আক্ষেপ করে বললেন, “তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড। আমাকে বেইজ্জত করা হল।”