ব্রেকিং নিউজ রাজ্য

তিহার জেলে অনুব্রত

অবশেষে তিহার জেলে ঠাঁই অনুব্রতর। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অনুব্রতকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গরু পাচারকাণ্ডের তদন্তে গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছিলেন ইডি। তারপর থেকে ইডি হেফাজতেই ছিলেন অনুব্রত মণ্ডল। এই একই মামলায় গ্রেফতারির পর তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিও। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে ৩ এপ্রিল ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,ওই দিনই অনুব্রতর সঙ্গে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও আদালতে পেশ করা হবে। এদিন অনুব্রত নিজের ওষুধপত্র সঙ্গে রাখার জন্য আবেদন জানান আদালতে। এরপরই আদালত জানান, প্রেসক্রিপশনে যে ওষুধগুলির উল্লেখ রয়েছে শুধুমাত্র সেগুলিই সঙ্গে রাখতে পারবে অনুব্রত। এমনকী জেল হাসপাতালে চিকিৎসাও করাতে পারবেন।