দেশ ব্রেকিং নিউজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ, সুখেন্দু-দোলা-ডেরেক-সাকেতরা

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূল ও বিজেপি মনোনীত প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় সাংসদ হচ্ছেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে সহ তৃণমূলের প্রার্থীরা। পাশাপাশি, বিজেপি মনোনীত রাজ্যসভার প্রার্থী অনন্ত মহারাজও সাংসদ হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এই রাজ্যসভার আগামী দিনের সম্ভাব্য সাংসদদের মধ্যে সাকেত গোখলে ও অনন্ত মহারাজের। অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছে, তাতে শুরু থেকেই আপত্তি ছিল তৃণমূলের। তাই আগেভাগে প্রস্তুত ছিল বিজেপি। তৈরি রাখা হয়েছিল ‘ডামি’ প্রার্থী। রাজ্য বিজেপির সহসভাপতি রথীন্দ্র বসুকে ‘ডামি’ প্রার্থী করে মনোনয়ন জমা করিয়েছিল বিজেপি। অনন্ত মহারাজ ও রথীন্দ্র বসু দুজনেই ১৩ জুলাই মনোনয়ন জমা করেছিলেন। শনিবার সেই মনোনয়ন প্রত্যাহার করে নেন বিজেপির ‘ডামি’ প্রার্থী রথীন্দ্র। দুপুর প্রায় একটা নাগাদ মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। ফলে রাজ্যসভার নির্বাচনে ভোটাভুটির আর প্রয়োজন হচ্ছে না। বিনা লড়াইয়েই সংসদের উচ্চকক্ষে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের ছয় প্রার্থী দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে। একইসঙ্গে বিজেপির প্রার্থী অনন্ত মহরাজ, যাঁকে নিয়ে এত বিতর্ক, তিনিও পৌঁছে যাচ্ছেন রাজ্যসভায়।