Amit talk with Mamata over telephon about lock down situation in Bengal
ব্রেকিং নিউজ

মমতা–অমিত কথা ফোনে

প্রধানমন্ত্রীর পর বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লকডাউন সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী চাইলে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়ে মমতা কথা বলে অমিতের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।
এদিকে সাধারণ মানুষের একাংশ লকডাউন বিধি মানছে না বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন রাজ্য থেকে রিপোর্ট গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সূত্রের খবর, মমতাকে ফোন করে লকডাউন পরিস্থিতি নিয়ে জানতে চান অমিত শাহ। তখনই তাঁকে বলেন, ‘‌মানুষ লকডাউন না মানলে আধা সামরিক বাহিনী নামাতে হবে। প্রয়োজন হলে বলবেন। ইতস্তত করবেন না।’‌
এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, তৃতীয় ধাপে করোনার সংক্রমণ ঠেকাতে অর্থাৎ সাধারণ মানুষ যাতে আক্রান্ত না হন, তা নিশ্চিত করতে ১০০ শতাংশ লকডাউন করতে হবে। পশ্চিমবঙ্গে লকডাউন ও করোনা প্রাদুর্ভাব দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। দু’‌জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। মিলেছে সহযোগিতার আশ্বাসও।