সব মাঠে মারা গেল। দুর্গাপুজোর আগে দু’দিনের সফরে উত্তরবঙ্গ আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তাঁর বদলে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গ সফরে আসছেন বলে জানালেন রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সুতরাং যে নবান্ন অভিযান করার সাফল্য স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরার পরিকল্পনা ছিল বঙ্গ বিজেপি’র তা মাঠে মারা গেল।
এখন বেলেঘাটার ঘটনায় সাংসদ লকেট চট্টোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন বলে তোপ দেগেছেন। এই প্রসঙ্গে সায়ন্তন বলেন, ‘পুজোর আগে উত্তরবঙ্গে আসছেন আমাদের দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। আগামী ১৯ অক্টোবর শিলিগুড়িতে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। পাশাপাশি ওইদিনই আলাদা বৈঠক করবেন গোর্খা ও রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। পরের দিন শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে যাওয়া কথা রয়েছে তাঁর। আর পুজোর আগে আসতে না পারলেও পুজোর পর দক্ষিণবঙ্গে সফরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।’
বিজেপি সূত্রে খবর, প্রথমে পুজোর আগে অমিত শাহ উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল। কৈলাশ বিজয়বর্গীয় সেরকমই জানিয়েছিলেন। কিন্তু ওই সময়ে জেপি নাড্ডা উত্তরবঙ্গ সফরে আসবেন বলে দলীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে। মাত্র একদিনের জন্য শিলিগুড়িতে আসবেন তিনি।
জানা গিয়েছে, ফের অক্টোবরের প্রথম দিনই দলের সর্বভারতীয় সভাপতির বাড়িতে বৈঠকে বসেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা–সহ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়রা। একুশের ভোটে গেরুয়া শিবিরে স্ট্র্যাটেজি ঠিক করাই ছিল আলোচনার মূল বিষয়। নয়া কৃষি আইনকে সামনে রেখে প্রচার তো চলবেই। এছাড়া স্থানীয় বিভিন্ন ইস্যুতে জোর দিয়ে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের ভোট প্রচারের নির্দেশ দিয়েছেন নাড্ডা।