অর্থনীতি দেশ ব্রেকিং নিউজ

দেশের জাতীয় আয় তলানিতে

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক যতই আশ্বাস দিক, দেশের অর্থনৈতিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ। বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতির ওপরেই আঘাত হেনেছে করোনা সংক্রমণ। তবে ভারতের ক্ষেত্রে তা হবে বেশ খারাপ। এদিন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে আইএমএফ। সেখানে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধি সংকুচিত হবে ১০.৩ শতাংশ। তবে ২০২১ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৮.৮ শতাংশ হারে। সুতরাং এটাই এখন স্বান্ত্বনা।
এখানেই শেষ নয়, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক বৃদ্ধি এতটাই ধাক্কা খাবে, ২০২০ সালে ভারতের মাথাপিছু জিডিপি নেমে যাবে বাংলাদেশেরও নীচে। করোনার জেরে ভারতের মাথাপিছু জিডিপি হবে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপেরও নীচে। ভারতের পেছনে থাকবে পাকিস্তান এবং নেপালের মতো দেশ।
আইএমএফের সমীক্ষা অনুয়ায়ী, ২০২১ সালে আর্থিক বৃদ্ধির হারে চিনের থেকে এগিয়ে থাকবে ভারত। আগামী বছরে ভারতের আর্থিক বৃদ্ধি হার যেখানে হবে ৮.৮ শতাংশ সেখানে চিনের ওই হার হবে ৮.২ শতাংশ। তবে এখন যা পরিস্থিতি সেটা কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জের বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।