জেলা ব্রেকিং নিউজ

আমডাঙার পঞ্চায়েত প্রধান খুনে গ্রেফতার ১

আমডাঙ্গা কাণ্ডে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম আনোয়ার হোসেন। শুক্রবার ভোররাতে অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আনোয়ারকে নিজের ডেরা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে বারাসাত আদালতে তোলা হলে পুলিশের তরফে হেফাজতের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর খুনের পর বৃহস্পতিবার আমডাঙার তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডলকে বোমা মেরে খুন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজের চার চাকা গাড়ি নিয়ে কামদেবপুর হাটে বাজার করতে যান রূপচাঁদ মন্ডল। হাটবার থাকায় হাটে ভীড় ছিল। গাড়ি থেকে নামার পরেই আচমকা দুষ্কৃতিরা এসে তাঁকে লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়ে। সেই বোমা সরাসরি লাগে প্রধানের শরীরে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বোমা মেরেই দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচেন নি তিনি। ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা।