২০১৯ সালে জন্মশতবর্ষ পালন করা হয়েছিল তাঁর। কিংবদন্তি সেই নৃত্যশিল্পী অমলাশঙ্কর শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার সকাল অমলা শঙ্করের মৃত্যুর খবর জানান নাতনি শ্রীনন্দা শঙ্কর। ঘুমের মধ্যেই মারা গিয়েছেন তিনি। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু। টুইটে এদিন শ্রীনন্দা লেখেন, ‘১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। জুন মাসেই ওঁর জন্মদিন পালন করেছিলাম আমরা।’ নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ওই খবর জানান শ্রীনন্দা শঙ্কর।
শ্রীনন্দা আরও লেখেন, ‘খুব অস্থির লাগছে কারণ এই মুহূর্তে মুম্বই থেকে কলকাতা যাওয়ার বিমান চলছে না। একটা যুগের অবসান হল। ধন্যবাদ ঠাম্মা।’ ১৯১৯ সালের ২৭ জুন জন্ম অমলাশঙ্করের। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই শঙ্কর পরিবার তথা স্বামী ও গুরু উদয়শঙ্করের সঙ্গে আলাপ। তার পরেই উদয়শঙ্করের কাছে নৃত্যের তালিম নেন তিনি।
উল্লেখ্য, ১৯৪২ সালে তাঁদের বিয়ে হয়। গত শতাব্দীতে চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি সারা বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করে। উদয় শঙ্কর পরিচালিত কল্পনাতে উমার চরিত্রে অমলা শঙ্করের নৃত্যাভিনয় সকলের মন কাড়ে এবং প্রশংসিত হয় কান চলচ্চিত্র উৎসবেও। তার কিছুদিনের মধ্যেই তাঁরা হয়ে ওঠেন পৃথিবীর বিখ্যাত নৃত্যশিল্পী দম্পতিদের মধ্যে অন্যতম।