ব্রেকিং নিউজ রাজ্য

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, বিজেপি ছাড়া আমন্ত্রিত সব রাজনৈতিক দল

২০১৭ সালের পর আজ, বুধবার ফের বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অত্যন্ত তাত্‍পর্যপূর্ণভাবে তৃণমূলের এই সাংগঠনিক নির্বাচন দেখতে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্টজনদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে ডাক পায়নি বিজেপি।

আজকের নির্বাচন মূলতঃ মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বসম্মতিক্রমে চেয়ারপার্সন করার। ২০১৭ সালের পর পাঁচ বছর পর আজ অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন।

ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংসদ নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোটোকল অফিসাররা নেতাজি ইন্ডোরের নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখে গেছেন। যাবতীয় করোনা বিধি মেনে নেতাজি ইন্ডোরে হতে চলেছে এই সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া।

দলীয় সূত্রে খবর, প্রথমে নির্বাচন হবে দলের চেয়ারপার্সন পদের জন্য। তারপরে তৈরি হবে দলের ওয়ার্কিং কমিটি। নিয়ম অনুযায়ী অন্যান্য রাজনৈতিক দলকেও এদিন আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

জানা গেছে, আজকের নির্বাচনে বাড়তে পারে ওয়ার্কিং কমিটির সদস্য সংখ্যা। এই মুহূর্তে দলে রয়েছেন ২০ জনের ওয়ার্কিং কমিটি। দল পরিচালনা করতে তাঁদের সিদ্ধান্তই সবচেয়ে বেশি মান্যতা পেয়ে থাকে।

প্রসঙ্গত, এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তৃণমূল। ত্রিপুরা পুর নির্বাচনে লড়াই করেছে তৃণমূল। প্রাপ্ত ভোট প্রায় ২০%। পাশাপাশি গোয়া বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল। অপরদিকে মেঘালয়, হরিয়ানার মতো রাজ্যেও সংগঠন বিস্তার করছে বাংলার শাসক দল।

সবমিলিয়ে ২০২৪ -এর লোকসভা নির্বাচনে মোদি বিরোধীতায় জাতীয় রাজনীতিতে ক্রমশ বিজেপি বিরোধিতায় প্রধান মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই অবস্থায় সংগঠন ঢেলে সাজাতে চলেছে তাঁর দল তৃণমূল।আজ,বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হতে চলেছে।যা ধাপে ধাপে ৩১ মার্চের মধ্যে শেষ করা হবে, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।