দেশ লিড নিউজ

জৈশের নিশানায় অজিত ডোভাল, বাড়ল নিরাপত্তা

দিল্লি জুড়ে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ জৈশ জঙ্গিরা টার্গেট করেছিল দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। গত ৬ ফেব্রুয়ারি কাশ্মীরের সোপিয়ান থেকে জৈশ জঙ্গি হিদায়ত উল্লা মালিককে গ্রেপ্তার করেছিল নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে একটি ভিডিও উদ্ধার হয়েছে। আর সেই ভিডিও এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা আধিকারিকদের ঘুম কেড়েছে। কারণ উদ্ধার হওয়া ভিডিও থেকে তাঁরা জানতে পেরেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাড়িতে নজর রাখছিল জৈশ–ই–মহম্মদ জঙ্গি সংগঠন। ডোভালের বাড়ি রেইকি করে সেই তথ্য জঙ্গি সংগঠনের নেতাদের কাছে পৌঁছে দিত হিদায়ত। তাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্র।
জৈশকে টাইট দিয়েছিল এই অজিত ডোভালই। তাঁর ঠাণ্ডা মাথার কৌশলেই একের পর এক স্ট্রাইক করা হয়েছিল জঙ্গি সংগঠনের উপর। আর তাতে কোণঠাসা হয়ে পড়েছে তারা। এই কারণে অজিত ডোভালকেই নিশানা করা হয়েছিল বলে সূত্রের খবর। অজিত ডোভালের বাড়ি ছাড়াও সর্দার প্যাটেল ভবন ও নয়াদিল্লির একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের উপরও নজর রেখেছিল জৈশ। হিদায়তকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে নিরাপত্তা আধিকারিকদের হাতে।
উরিতে সেনা কনভয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক ও বালাকোট এয়ার স্ট্রাইকে ডোভালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই দুই হামলার জন্য ডোভাল বহুদিন ধরেই জঙ্গিদের টার্গেট বলে মনে করছেন গোয়েন্দারা। এখন অজিত ডোভালের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে উঠেপড়ে লেগেছে স্বরাষ্ট্রমন্ত্রক। হিদায়ত মালিক জৈশের গুরুত্বপূর্ণ সদস্য ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তার ডেরা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। ২০১৯ সালের ২৪ মে কাশ্মীর থেকে দিল্লিতে পৌঁছেছিল সে। ডোভালের বাড়ি–সহ একাধিক প্রশাসনিক দপ্তরের ভিডিও তুলে পাকিস্তানে পাঠিয়েছে বলে জেরায় শিকার করেছে হিদায়ত।