চতুর্থ দফার লকডাউনে বিমান পরিষেবা কী ছাড় দেওয়া হবে? এই প্রশ্ন খুব সহজেই উঠতে শুরু করেছে। কারণ এয়ার ইন্ডিয়া দেশের বেশ কয়েকটি শহরে আগামী ১৯ মে থেকে বিশেষ ঘরোয়া বিমান পরিষেবা চালু করছে বলে সূত্রের খবর। এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, চতুর্থ দফার লকডাউন নতুন আঙ্গিকে করা হবে। সেখানে অনেক কিছু ছাড় দেওয়া হবে। বিমান কী ছাড়ের আওতায় পড়বে?
জানা গিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়লেও এয়ার ইন্ডিয়া আগামী ১৯ মে থেকে ওই বিশেষ ঘরোয়া বিমান পরিষেবা চালু করতে চলেছে। যা চলবে আগামী ২ জুন পর্যন্ত। লকডাউনের কারণে যাঁরা ভিন রাজ্যে আটকে পড়েছেন তাঁদের ফেরাতেই ওই বিশেষ বিমানগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী ২ জুন পর্যন্ত লকডাউন চলবে? সরকারি স্তর থেকে কোনও উত্তর মেলেনি।
সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই অনলাইনে এই পরিষেবা পাওয়ার জন্য টিকিট বুকিং শুরু হয়ে যাবে।
বেশিরভাগ বিমানগুলিই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মতো শহরগুলি থেকে চালানো হবে। আগামী ১৯ মে চেন্নাই থেকে এই ধরনের প্রথম বিমানটি চালানো হবে। দিল্লি থেকে ১৭৩টি, মুম্বই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং কোচি থেকে ১২টি বিমান চালানো হবে। আর দিল্লি থেকে আকাশে ওড়া বিমানগুলি জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর, কোচি, আহমেদাবাদ, বিজয়ওয়াড়া, গয়া, লখনউ–সহ অন্যান্য জায়গার উদ্দেশ্যে রওনা দেবে।