অযোধ্যার রাম মন্দির নিয়ে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। রাম মন্দির উদ্বোধনের জন্য অপেক্ষা করছে রাম ভক্তরা। ২২ জানুয়ারি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই দুয়ার খুলবে রাম মন্দিরের।
রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন ইতিমধ্যেই দেশে হাফ ডে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
একইভাবে শনিবার বিবৃতি দিয়ে দিল্লি এইমস জানায়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সোমবার এইমসও অর্ধদিবস ছুটি থাকবে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল দিল্লি এইমস।
যদিও রবিবার নয়া বিজ্ঞপ্তি দিয়ে দিল্লি এইমস জানিয়ে দেয় রামমন্দির উদ্বোধনের দিন এইমসের আউটডোর পরিষেবা চালু থাকবে। আগে থেকে নাম নথিভুক্ত করানো রোগীরা ওই দিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন।