সপ্তাহের প্রথম দিন ফের ধাক্কা। বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছে জ্বালানির। মে মাসে ১৬ বার পেট্রোল–ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। গত ৫ মাসে ৪৪ বার পেট্রোল–ডিজেলের দাম বেড়েছে। যার জেরে নাজেহাল আমজনতা। কলকাতায় ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। নব্বইয়ের গন্ডি পার করে ফেলল ডিজেল। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়ে ৯০ টাকা ১২ পয়সা। মুম্বইতে আগেই ১০০ ছুঁয়েছে পেট্রোলের দাম। আর এবার সেই পথেই কলকাতাও। শহরে সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল। লিটারপ্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩৪ পয়সায়।
প্রতিবাদের পথে নেমেছে কংগ্রেস। পাঁচ বাম দলের পক্ষ থেকে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে পেট্রোলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১০৬ টাকায় পৌঁছেছে এবং ডিজেলের দাম প্রতি লিটারের দাম ৯৯ টাকারও বেশি। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। লকডাউন জারি হয়েছে। বাস ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এই পরিস্থিতিতে পেট্রোল–ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের। দিল্লিতে পেট্রোলের দাম ৯৬ টাকা ৪১ পয়সা। ডিজেল লিটারপ্রতি ৮৭ টাকা ২৮ পয়সা। ডিজেলে দাম বাকিদের তুলনায় অনেকটাই কম রাজধানীতে।
সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ৩৪ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯০ টাকা ১২ পয়সা। পাশাপাশি আজ বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৬৩ পয়সা, ডিজেলের দাম ৯২ টাকা ৫২ পয়সা। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৭ টাকা ২৮ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৫৮ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৭০ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯৭ টাকা ৬৯ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৯২ পয়সা।