বিনোদন ব্রেকিং নিউজ

আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় বিপাকে অভিনেত্রী জ্যাকলিন

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই ইডির নজরে পড়েন তিনি।

বুধবারই ইডির জমা দেওয়া চার্জশিটে বলা হয়, সুকেশের অপরাধের ইতিহাস সম্পর্কে সবকিছু জানতেন জ্যাকলিন। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডি।

ইতিমধ্যেই অভিনেত্রীকে একদফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই প্রশ্নোত্তর পর্ব চলেছিল।

২০২১ সালে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন।

অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।