সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ‘হারানো জমি’ পুনরুদ্ধারের জন্য শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ২টোয় মাথাভাঙা কলেজ মাঠে জনসভা করেন অভিষেক। শিলিগুড়ি থেকে মাথাভাঙায় হেলিকপ্টারে নামেন তিনি। মাথাভাঙা কলেজমাঠে আয়োজন করা হয় সভার। এদিন নিহত যুবক প্রেমকুমার বর্মনের পরিবারকে তুলে আনলেন মাথাভাঙার মঞ্চে। কান্নায় ভেঙে পড়া তাঁর মায়ের চোখের জল নিজের হাতে মুছিয়ে দেন তিনি।
এদিকে,শুক্রবারই ত্রিপুরাতে জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে গিয়েছেন অভিষেক। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি। শুক্রবার ত্রিপুরার কমলপুর এবং কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় জনসভা ছিল তাঁর। এদিন দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কমলপুরে এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেন অভিষেক।
প্রসঙ্গত,গত সোমবারই দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে ত্রিপুরা সফরে গিয়েছিলেন মমতা-অভিষেক। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয়ের পাশাপাশি এবার ত্রিপুরাতেও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। ইতিমধ্যে ২২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় ও ত্রিপুরা সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে।