বিনোদন ব্রেকিং নিউজ

করোনামুক্ত অভিষেক বাড়ি ফিরলেন

প্রথমে মেয়ে–বউ, তারপর বাবা। করোনাকে জয় করে আগেই বাড়ি ফিরেছিলেন। এবার অভিষেক বচ্চন করোনা থেকে ‘আজাদ’ হয়ে বাড়ি ফিরেছেন। ছেলে অভিষেক বচ্চনেরও করোনা রিপোর্ট নেগেটিভ এল। বচ্চন পরিবারে মুখে এল হাসি। কাটল টেনশন। তাই হাসপাতাল থেকে টুইটে জুনিয়ার বচ্চন লিখেছেন, ‘প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই। আজ দুপুরে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, করোনাকে হারাবো।’ হাসপতালের নার্স ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।
আজ কোভিড–১৯ নেগেটিভ আসায় তাঁকে যে ছেড়ে দেওয়া হবে হাসপাতালের বোর্ডেও সেই বার্তা দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন অভিষেক। কোভিড–১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় অভিষেক ও তাঁর বাবা অমিতাভকে ১১ জুলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অমিতাভ বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ২ আগস্ট হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ৭৭ বছর বয়সি অভিনেতা টুইটারে লেখেন, ‘অভিষেকের জন্য খারাপ লাগছে। প্রার্থনা করি সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক।’
উল্লেখ্য, করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেকের স্ত্রী ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যা। করোনাকে জয় করে দু’জনে ২৭ জুলাই বাড়ি ফিরে যান। অভিষেক টুইট বার্তায় বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি সাহস হারাননি। এই রিপোর্টে নেগেটিভ আসার পর তিনি লিখেছেন, ‘হাসপাতালে ২৮ দিন। ব্যাকগ্রাউন্ডে ২০০৪ সালের ছবি স্বদেশের গান বাজছে, ‘ইউহি চলা চল’। গানটা আশার বার্তা দিচ্ছে’