ফের আরজিকর কলেজেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাঝরাতে হোস্টেল রুম থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর রক্তাক্ত দেহ। জানা যাচ্ছে, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে ওই নার্সিং পড়ুয়া।জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা ওই ছাত্রীর নাম বুল্টি গড়াই। শনিবার মধ্যরাতে ঘড়িতে যখন ঠিক একটা বেজে দশ মিনিট,এমন সময় হোস্টেল রুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বুল্টিকে।প্রাথমিক অনুমান, রুমমেটদের সাথে বচসার জেরে এমন কান্ড ঘটিয়েছেন নার্সিং-এর তৃতীয় বর্ষের ওই ছাত্রী।
সহপাঠীদের দাবি, হোস্টেলের ঘরে আলো জ্বালিয়ে অনেক রাত অবধি পড়াশোনা করতেন বুল্টি। দিনের পর দিন এই ভাবে চলতে থাকায় ঘুমে ব্যাঘাত ঘটায় অন্যান্য রুম-মেটদের সমস্যা হত। যা নিয়ে প্রায়শই বুল্টির সাথে অন্যান্য রুমমেটদের অশান্তি লেগেই থাকত। একইভাবে ঘটনার দিন বচসা হয় তাদের। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু কর্তৃপক্ষ উল্টে তাকেই দোষারোপ করায় মানসিক অবসাদে ভুগতে শুরু করে ওই ছাত্রী।