দেশ ব্রেকিং নিউজ

গুজরাটে হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

গুজরাটে হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন যাত্রীরা। জানা গিয়েছে, প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত গোটা ট্রেন খালি করে দেওয়া হয়েছে বলেই খবর।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ত্রিরুচিরাপল্লী জংশন থেকে শ্রী গঙ্গানগর জংশনে যাচ্ছিল। ট্রেনটি গুজরাটের ভালসাড স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় পাওয়ার ব্রেকভ্যানে আগুন ও ধোঁয়া দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কামরাগুলি থেকে সমস্ত যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

যদিও এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। দ্রুত ট্রেন খালি করার কাজ শুরু হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টায় লেগে পড়েন দমকল কর্মীরা। হামসফর এক্সপ্রেসের একাধিক যাত্রী অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।