ব্রেকিং নিউজ

চোখের জলে বিদায় মুখতার আনসারীর

প্রচুর লোক সমাগম ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে  শনিবার গাজীপুরের কালিবাগ কবরস্থানে সমাধিস্থ করা হল গাজীপুরের একদা গ্যাংস্টার তথা বাহুবলি রাজনীতিবিদ মুখতার আনসারীকে। শনিবার গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার অনসারিকে চোখের জলে বিদায় জানালেন তাঁর অনুরাগীরা। বিপুল সংখ্যক মানুষ মুখতার আনসারিকে শেষশ্রদ্ধা জানাতে মহম্মদাবাদের কবরস্থানে হাজির হন, এত সংখ্যক মানুষকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুখতার আনসারির, শুক্রবার তাঁর দেহ ময়নাতদন্ত হয়। মুখতারের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার গাজীপুরের মহম্মদাবাদে, কালি বাগ কবরস্থানে মুখতারের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের কাজ করেন মুখতারের ছেলে উমর আনসারি।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার গাজীপুরের মুখতার আনসারী আশি ও নব্বইয়ের দশকে মাখানু সিং গ্যাংয়ের প্রধান সদস্য  হিসেবে ত্রাস হয়ে ওঠেন। ৯৫ সালে রাজনীতিতে তার প্রবেশ। তিনি  মাউ থেকে পাঁচবারের নির্বাচিত বিধায়ক। দুবার তিনি বহুজন সমাজ পার্টি থেকে নির্বাচিত হন। গাজীপুর- মাউ এলাকার সংখ্যালঘু ভোটব্যাংক তাঁর রাজনৈতিক সাফল্যের প্রধান চাবিকাঠি। ২০০৫ সাল থেকে বিভিন্ন অভিযোগের দোষী প্রমাণিত হয়ে  তাঁকে জেলের পেছনে কাটাতে হয়েছে। খুন সহ ৬৫টি বিভিন্ন অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন যারমধ্যে ৮ টি ক্ষেত্রে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।