কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ আনিস হত্যা তদন্তের বিশেষ তদন্তকারী দল পৌছায় হাওড়ার আমতায়।দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তুলে নিয়ে যাওয়া হয় আনিসের মৃতদেহ। আগের ময়নাতদন্তকে ঘিরে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন আনিসের পরিবার।তার পর হাইকোর্টের নির্দেশ পেয়ে তড়ঘড়ি সিটের সদস্যরা যায় আনিসের মৃতদেহ তুলতে। আনিসের পরিবারকে কোন ভাবে না জানিয়েই তদন্তকারীরা মৃতদেহ তুলতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে তারা।
সিবিআইয়ের তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় মামলা। আদালত নির্দেশ দেয় রাজ্য সরকার গঠিত বিশেষ আদালত এই হত্যাকান্ডের তদন্ত করবে। পাশাপাশি বলা হয়, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য জেলা বিচারকের উপস্থিতিতে মৃতদেহ তুলবে সিট। এছাড়াও টিআই প্যারেডের নির্দেশও দেয় হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টার সময় মৃতদেহ তোলার জন্য গ্রামে পৌছায় সিট। জেলা বিচারকের দেরিতে আসার কারণে সিটকে অপেক্ষা করতে হয়। বিচারক আমতায় আনিসের গ্রামে পৌছালে মৃতদেহ তোলার প্রক্রিয়া শুরু হয়। আনিসের বাবা সালেম খান আগেই জানিয়েছিলেন তিনি ওই প্রক্রিয়াতে অংশ নেবেন না। তার জায়গায় উপস্থিত ছিলেন আনিসের দাদা সাবির খান। জেলা বিচারকের উপস্থিতিতে কবরস্থান থেকে মৃতদেহ তোলার গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় প্রশাসনের তরফ থেকে। মৃতদেহ কবর থেকে তুলে কলকাতায় ময়নাতদন্তের জন্য পাঠায় সিট।