জেলা

‘একদল নাছোড় যুবক’

করোনা মহামারীর পরিস্থিতিতে বিপন্ন সারা দেশের মানুষ। খাবার,ওষুধ,অক্সিজেন – হাহাকার চারিদিকে। ঠিক এমনি পরিস্থিতিতে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লক এলাকার মানুষের পাশে এসে দাঁড়ালো কয়েকজন যুবক যুবতী। সেই যুবক যুবতীরা মিলে একটি গ্রুপ তৈরী করেন যার নাম” Let’s Join Hands Together”। জানা যায়, এই গ্ৰুপে মূলত বাঘমুন্ডি ব্লকের প্রায় ২৫ জন সদস্য রয়েছে। যার মধ্যে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশার সাথে যুক্ত ছেলে মেয়েরা রয়েছে। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে হেল্প লাইন নাম্বার দিয়ে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। “Let’s Join Hands Together” গ্রুপ থেকে জানা গিয়েছে, এই গ্ৰুপ বাঘমুন্ডি ব্লকের প্রত্যেকটি গ্রামের দুঃস্থ অসহায় মানুষের জন্য কাজ করছে। কোভিড পরিস্থিতির সময় প্রয়োজনীয় ঔষুধ, খাদ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। বাঘমুন্ডির যেকোন প্রান্ত থেকে ফোন আসলেই তাঁরা  পৌঁছে  যাচ্ছে, ব্যবস্থা করছে তাঁদের  প্রয়োজনীয়  সামগ্রীর। এই গ্রুপে রয়েছে সিদ্ধার্থ মাঝি, ওয়াসিম খান, সজল সেন, শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, দীপক রজক সহ আরও অনেকেই।
বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ এই ধরনের কাজের প্রশংসা করে বলেন,’ব্লক থেকে যদি কোনো সাহায্যের দরকার হয়, তাহলে অবশ্যই ওই গ্রুপকে সাহায্য করবো যাতে তাঁরা আরও বেশি করে মানুষের পাশে থাকে।’ সেই সঙ্গে  যারা ভ্যাকসিন নিতে চাইছেন না তাদের বোঝানোর দায়িত্বও যাতে এই ছেলেমেয়েরা নেয় তাঁর জন্য এছাড়াও তিনি সেই গ্রুপের সাথে একদিন আলোচনাতে বসবো বলে জানান।

বিশেষ প্রতিবেদকঃ  সোমনাথ রায়, পুরুলিয়া